সর্বশেষ

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা শনাক্ত করেছে গুম কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।

প্রতিবেদন পর্যালোচনার পর আদালত নির্দেশ দিয়েছেন, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

ট্রাইব্যুনাল ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন এবং এ সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এছাড়া, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আরও ১৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানিও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

গুম কমিশনের প্রতিবেদন ও আদালতের নির্দেশনায় এ ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্বপূর্ণ পর্বে উন্নীত হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post