ভারতের এক গ্রামে প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে হলো এক তরুণকে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তার ঘরে যান ওই তরুণ। আলাপচারিতার একপর্যায়ে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু সকালে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়—প্রেমিকার পরিবারের হাতে হাতেনাতে ধরা পড়েন তিনি। খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।
পরবর্তীতে মেয়েটির পরিবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করে। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, তরুণ ও তার প্রেমিকার বিয়ে দেওয়া হবে। প্রথমে রাজি না হলেও সামাজিক চাপের মুখে অবশেষে সম্মতি দেন তরুণ।
আরও
ঘটনার পরবর্তী এক ভিডিওতে দেখা যায়, নববিবাহিত ওই তরুণ জানাচ্ছেন, পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি স্ত্রীকে সঙ্গে নিয়েই থাকবেন। যেখানে থাকুন না কেন, জীবনসঙ্গিনীকে ছাড়বেন না বলে জানান তিনি।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে নানা মত প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ একে অপ্রয়োজনীয় রাতের দুঃসাহসিকতার ফল হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন ভালোবাসার জয় হিসেবে।








