মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সুখবর

Good news for expatriates in malaysia

প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই উদ্যোগের ফলে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা এখন সহজেই তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

শনিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে হাই কমিশন থেকে বাংলাদেশি প্রবাসীদের নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র’র কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে। এজন্য নির্দেশনা মোতাবেক সকলকে সরাসরি দূতাবাস হতে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

একই সাথে বিগত সময়ে যারা এনআইডির জন্য আবেদন করেছিলেন তারা [email protected] ইমেইলে যোগাযোগের মাধ্যমে এনআইডি কার্ডের আপডেট নিতে পারবেন। এছাড়া দূতাবাসের এনআইডি কাউন্টার হতে যাদের স্মার্ট এনআইডি কার্ড এসেছে, তারা তা সংগ্রহ করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize