প্রবাসীদের পাসপোর্টের তথ্য পরিবর্তনে হাই কমিশনের জরুরী বার্তা

The message given by the high commission to bangladeshi expatriates working in the maldives

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট তথ্য সংশোধন প্রসঙ্গে সতর্কতা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। রবিবার (২৯ জুন) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালদ্বীপে অবস্থানরত কোনো বাংলাদেশি কর্মী যেন বাংলাদেশে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন না করেন। এর পরিবর্তে, প্রয়োজনীয় সংশোধনের জন্য মালদ্বীপ থেকেই আবেদন করতে বলা হয়েছে।

হাইকমিশন সতর্ক করে জানিয়েছে, কেউ যদি বাংলাদেশে গিয়ে তথ্য সংশোধন করে, তবে মালদ্বীপে পুনরায় প্রবেশের সময় বিমানবন্দরে সমস্যার মুখোমুখি হতে পারেন।

এ কারণে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের অনুরোধ করেছে, কেউ যেন তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে মালদ্বীপ থেকেই প্রক্রিয়া সম্পন্ন করেন এবং এ বিষয়ে সচেতন থাকেন।

প্রবাসী কল্যাণে হাইকমিশন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize