ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীতে রিল ভিডিও বানাতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে একই সম্প্রসারিত পরিবারের ছয় কিশোরীর। মঙ্গলবার (৩ জুন) দুপুরে আগ্রা জেলার সিকান্দ্রা থানার অন্তর্গত একটি গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। প্রখর রোদে কাজ শেষে গরম থেকে মুক্তি পেতে নদীতে নামে কিশোরীরা, তখনই ঘটে দুর্ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গ্রামের পাশে একটি মাঠে কাজ শেষ করে কিশোরীরা নদীর ধারে আসে এবং মোবাইল ফোনে রিলস ভিডিও তৈরি করতে শুরু করে। একপর্যায়ে খেলাচ্ছলে তারা নদীর গভীরে চলে গেলে হঠাৎ স্রোতের টানে ছয়জনই ডুবে যায়।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে চারজন কিশোরী ডুবে যায়। পরে স্থানীয়রা বাকি দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, তারা সম্পূর্ণরূপে পানিতে ডুবে মারা গেছে।
নিহত ছয়জনই এক সম্প্রসারিত পরিবারের সদস্য। এমন মর্মান্তিক ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজনরা হাসপাতালে এবং ময়নাতদন্ত কেন্দ্রে কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও।
জেলা প্রশাসন জানিয়েছে, মৃতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এক আত্মীয় জানান, “নদীর ধারে আমাদের কাজের জায়গা রয়েছে। ওরা কাজের শেষে একটু জলেভিজে আর ভিডিও করছিল। কে জানত এই আনন্দই এমন করুণ পরিণতি ডেকে আনবে!”