মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৮৯ অবৈধ অভিবাসী আটক

1,789 illegal immigrants, including bangladeshis, detained in malaysia

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলতি বছরের শুরু থেকে ২০ মে পর্যন্ত পরিচালিত ২৭২টি অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১ হাজার ৭৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২১ মে) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩ হাজার ৫৮৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাচাই-বাছাই শেষে অবৈধ অবস্থানে থাকার দায়ে ১ হাজার ৭৮৯ জনকে আটক করা হয়েছে।

 

তিনি আরও জানান, মালয়েশিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত রাখতে প্রতিদিনই অভিবাসন বিভাগ তৎপর রয়েছে। “দেশের নিরাপত্তা রক্ষায় আমাদের দায়িত্ব অব্যাহত থাকবে,” বলেন তিনি। আটক হওয়া অভিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার নাগরিক, এরপর রয়েছে বাংলাদেশ, মিয়ানমার এবং পাকিস্তানের নাগরিকেরা।

Malaysia arrest2 20250521162044

এছাড়া চলমান ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ সম্পর্কে তিনি জানান, ১৯ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম দুই দিনে ৯৬ জন অবৈধ অভিবাসী এতে অংশ নিয়েছেন।

ওয়ান মোহাম্মদ সৌপি আরও বলেন, এই কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের নিকটস্থ অভিবাসন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে, যাতে ভিড় এড়িয়ে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post