ডিসেম্বর থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের অনলাইন ভিসা দেবে বাংলাদেশ

Bangladesh to issue online visas to pakistani businessmen from december

বাংলাদেশ সরকার আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাস থেকে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য অনলাইন ভিসা সুবিধা চালু করা হবে।

পাকিস্তানের লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিটিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। তিনি বলেন, এই নতুন অনলাইন ভিসা ব্যবস্থা পাকিস্তানি ব্যবসায়ীদের বাংলাদেশে যাতায়াত আরও সহজ করবে।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। এ কারণে বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতা অর্জনে জোর দিচ্ছে এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে।

তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে এরইমধ্যে বাণিজ্যিক প্রতিনিধি দলগুলোর ভিসা প্রদান কার্যক্রম শুরু হয়েছে, যা পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করবে।

অনুষ্ঠানে জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু ও সাধারণ সম্পাদক উসমান মুজাফফর বক্তব্য রাখেন এবং বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post