একদিনের ব্যবধানে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা: ভিডিও দেখুন

একদিনের ব্যবধানে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা: ভিডিও দেখুন

দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।

থাইল্যান্ড থেকে যাত্রা শেষে মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। ফলে এটি বিধ্বস্ত হয় এবং প্রাণহানির মর্মান্তিক এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, অবতরণের সময় বিমানের গতিবিধি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিধ্বস্ত বিমানের আরোহীদের উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকর্মীরা জানান, এখনও জীবিত ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে। ইতোমধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই দুর্ঘটনা বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানটির কারিগরি ত্রুটি কিংবা আবহাওয়াজনিত কোনো কারণ থাকতে পারে, যা তদন্তের পর পরিষ্কার হবে।

দক্ষিণ কোরিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনা দেশের বিমান চলাচল নিরাপত্তার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city