যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিউইয়র্কে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১১ মে, ২০২৫) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) নিউইয়র্ক শাখা এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এইচআরপিবির নিউইয়র্ক শাখার সভাপতি ম. জাকির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন সেক্রেটারি সাইয়েদ মইন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিদের অধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে থাকা অবস্থায় দেশে তাদের সম্পত্তি, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হলেও তার আইনি প্রতিকারের জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। এমনকি দেশে ভ্রমণের সময়ও তারা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের শিকার হলেও দ্রুত কোনো সমাধান পান না, যার প্রধান কারণ আইনের দীর্ঘসূত্রতা। এই পরিস্থিতিতে প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে আইনি জটিলতা দূর করা অপরিহার্য এবং স্বল্প সময়ে তাদের সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনই একমাত্র কার্যকর উপায় বলে তিনি মত প্রকাশ করেন।
আরও পড়ুন
অ্যাডভোকেট মনজিল মোরসেদ আরও বলেন, বিভিন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রতিটি দেশের দূতাবাসে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান। এছাড়াও, অবিলম্বে প্রবাসীদের স্বার্থে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী আইনজীবী মো. আলী বাবুল, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংবাদিক আকিকুল ইসলাম ভূঁইয়া এবং অ্যাডভোকেট এম. এ. রশিদ প্রমুখ। সেমিনার শেষে এইচআরপিবির নিউইয়র্ক শাখার ২০২৫-২০২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে অ্যাডভোকেট ম. জাকির মিয়া সভাপতি এবং অ্যাডভোকেট সাইয়েদ মইন উদ্দিন জুনেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।