মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাবু বিশ্ববাসী। যত দিন যাচ্ছে তত ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক।
এরই মধ্যে করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের উদ্বেগজনকহারে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ শিথিলের পর থেকে ফের ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ এবং মৃতের সংখ্যা। দেশটির ইতিহাসে করোনার সর্বোচ্চ রেকর্ড করেছে আজ। মঙ্গলবার (১৫-জুন) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে আজ নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১২৬ জন এবং মৃতের সংখ্যা ৩৩ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৩২০ জন এবং মৃত বেড়েছে ১৪ জন। ইতিপূর্বে একদিনে করোনায় এতো মৃত দেখেনি ওমান।
এদিকে করোনার চেয়েও অধিক ভয়াবহ রোগ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিনজন রোগী আজ শনাক্ত করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দেশটির বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই দেখা দিয়েছে আইসিইউ সংকট। ঠাই মিলছেনা করোনা রোগীদের। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫৬৬ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৬৪ জন। নতুন ৩৩ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ৫৬৫ জন।
ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটির সোহার ও নেজুয়া হাসপাতালে ১৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা রোগীর সংখ্যা। দেশটির সর্ববৃহৎ রয়্যাল হাসপাতালে মোট ৬৬টি আইসিইউ বেডের মধ্যে ৯৫ শতাংশ করোনা রোগী দিয়ে ভর্তি।
এ ছাড়াও মাস্কাটের খোলা হাসপাতালের আইসিইউতে ৯২ শতাংশ ভর্তি রয়েছেন করোনা রোগী। একই চিত্র দেশটির সুর হাসপাতালেও। সেখানেও ১০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বুড়াইমি হাসপাতালে ৮০ শতাংশ, ইবরি হাসপাতালে ১৩৩ শতাংশ, সেনা বাহিনী হাসপাতাল আল খুদে ৭৯ শতাংশ করোনা রোগী ভর্তি রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বর্তমানে দেশটির সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৮৯ শতাংশে। আজ দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৬৪ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৭৪ জন। এভাবে বাড়তে থাকলে ফের লকডাউন ঘোষণা করতে পারে ওমান সুপ্রিম কমিটি এমন তথ্য পাওয়া গেছে গোপন সূত্রে।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১২৪৭ জন। এদিকে বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের তুলনায় ওমানের করোনা পরিস্থিতি খারাপ অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post