ওমান জুড়ে লাখ লাখ টাকা নগদ অর্থ জেতার লোভ দেখিয়ে পাতা হচ্ছে ফাঁদ। লোভে পড়ে সেই প্রতারণার জালে পা দিচ্ছেন প্রবাসীসহ মোবাইল ফোন গ্রাহকেরা। বিশ্বাস করে ওটিপি, নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন অনেকে।
এমনই একটি ডিজিটাল জালিয়াতির ব্যাপারে সবাইকে সতর্ক করেছে অপরাধ তদন্ত বিভাগ। সোমবার রয়্যাল ওমান পুলিশের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
الإدارة العامة للتحريات والبحث الجنائي تحذر من أسلوب احتيال ينتحل الجناة فيه صفة أحد البنوك ويستدرجون الضحايا بمسابقة وهمية للفوز بجائزة مالية..#شرطة_عمان_السلطانية pic.twitter.com/HPXp9p7TUa
— شرطة عُمان السلطانية (@RoyalOmanPolice) December 2, 2024
ওমানে বর্তমানে ডিজিটাল প্রতারণা ভয়াবহ রূপ নিয়েছে। যাতে প্রধান টার্গেট করা হচ্ছে স্বল্প শিক্ষিত এবং অসচেতন প্রবাসীদের।
এ বিষয়ে পুলিশ জানায়, কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানের পরিচয়ে ওটিপি চাইলে অথবা যে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে সবাইকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
এর আগেও ডিজিটাল জালিয়াতি থেকে নিরাপদ থাকতে একই পরামর্শ দিয়েছিলো সেন্ট্রাল ব্যাংক অফ ওমান।
পুলিশ বলছে, প্রতারকরা সাধারণত বিভিন্ন ব্যাংকের নামে নথিপত্র তৈরি করে তা ফেজবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। কখনো কখনো অতি সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার অফার দেখিয়ে তথ্য চায় তারা।
একবার জিজ্ঞাসিত তথ্য দিয়ে দিলেই প্রতারক দল সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়। এজন্য সকলকে সাবধান থাকতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post