মালয়েশিয়ায় শর্তসাপেক্ষে আরও চার সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়ালো। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে মালয়েশিয়ায় চলমান নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) কড়াকড়িভাবে ঘোষণা থাকলেও এবার শিথিলভাবে চলবে লকডাউন। শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার( সি এম সি ও) আরও চার সপ্তাহের জন্য (১৩ মে- ৯ ই জুন) বাড়ানো হয়েছে ।
আজ রবিবার দেশবাসীর উদ্দেশে দেওয়া বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন। এ নিয়ে চতুর্থবারের মতো বাড়ানো হলো দেশটির লকডাউন। ঘোষণা অনুযায়ী আগামী ১২ই মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চলমান করোনা ভাইরাস এর পরিস্থিতি স্বাভাবিক না আসায় সরকার এই আদেশটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ বিষ পাঠান, বিষ খায়া আমরা একসঙ্গে মরে যাইগা-কুয়েত প্রবাসী
এর মধ্যে নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা পুনরায় সচল রাখার আহ্বান জানানো হয়েছে, তবে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া (এসওপি) মেনে চলতে হবে। দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭, এই নিয়ে আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৬৬৫৬ জন। সুস্থতার সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো নতুন ৯৬জন। সর্বমোট সুস্থ হয়েছে ৫০২৫জন। সর্বমোট মৃত্যুবরণ করেছে ১০৮জন। বাংলাদেশী প্রবাসী আক্রান্ত ৮১জন। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে কোন বাংলাদেশীর মৃত্যু হয়নি।
https://www.youtube.com/watch?v=PPGE5o2wIPA
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post