মহামারী করোনার কারণে দীর্ঘ দেড় মাস বন্ধের পর অবশেষে আগামী শুক্রবার অর্থাৎ ১১ জুন থেকে মাস্কাট-ঢাকা রুটে যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সপ্তাহের প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার স্থানীয় সময় রাত ১০.৩০ মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছাবে রাত ৩টায়।
ওমান থেকে বাংলাদেশ প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়া পর গত শুক্রবার (৪ জুন) সালাম এয়ার ও ৫ জুন থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট চালু করে। মঙ্গলবার (৮ জুন) থেকে মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা শুরু করছে সালাম এয়ার। অন্যদিকে, ইউএস-বাংলা
এয়ারলাইন্স ৫ জুন থেকে সপ্তাহে চারদিন মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার মাস্কাট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং ঢাকায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করবে ইউএস বাংলা। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে মাস্কাট থেকে ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালনা করা হবে।
ওমান থেকে ঢাকায় আসা প্রবাসী বাংলাদেশিসহ সকল যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক তিনদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনদিন পর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড় পাবেন প্রবাসীরা এবং বাকি ১১ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post