নিরাপত্তা উদ্বেগের মধ্যেই পাকিস্তানের করাচি বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকাগুলোকে ‘রেড জোন’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে শুধুমাত্র যারা ফ্লাইটের যাত্রী এবং বিমানবন্দরে চাকরি করেন তাদেরকে রেড জোনে প্রবেশের অনুমতি দেয়া হবে।
সম্প্রতি এই বিমানবন্দরের কাছে চীনা প্রকৌশলীদের কনভয়ে আত্মঘাতী হামলা এবং শারা-ই-ফয়সালে দুটি বিলাসবহুল যানবাহনে গুলির ঘটনার পর করাচিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতেই বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলো।
এদিকে নিরাপত্তা কঠোর করতে বিমানবন্দরের কাছাকাছি পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করেছে পুলিশ। পাশাপাশি সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তা কাশিফ আলতাফ আব্বাসি বলেছেন, “পুলিশ কর্মীরা এই চেকপয়েন্টগুলিতে ২৪/৭ ডিউটিতে থাকবে। কোনও অস্বাভাবিক কার্যকলাপ রোধ এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন চেক করে দেখবে।”
অন্যদিকে করাচি বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিলম্ব এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া রেড জোনে প্রবেশের আগে যাচাইয়ের জন্য যাত্রীদেরকে তাদের টিকিট এবং জাতীয় পরিচয়পত্র উভয়ই সঙ্গে রাখতে আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post