প্রবাসীদের আবাসন আইনের নির্বাহী বিধিমালার কিছু বিধান সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে ভ্রমণ ভিসায় ওমান যাওয়ার পর কাজের ভিসা লাগাতে পারবেন প্রবাসীরা। এতে করে একজন ব্যক্তি ভ্রমণ ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা ফ্যামিলি ভিসা নিয়ে ওমান যেয়ে চাইলে তাদের ভিসাকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারবেন। এবং ওমানে কাজের ভিসা করে বৈধ ভাবে দেশটিতে কাজ করার সুযোগ পাবেন।
সোমবার (৩১-মে) ওমান ডেইলির এক সংবাদে দেশটির পুলিশ ও শুল্ক পরিদর্শক জেনারেল হাসান মহসিন আল শারিকির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই রয়্যাল ডিক্রি জারি করে প্রবাসীদের আবাসন আইনের বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শারিকি।
অনুচ্ছেদ ১ অনুযায়ী প্রবাসীদের আবাসন আইন সম্পর্কিত নির্বাহী বিধিমালার (১০) নং অনুচ্ছেদের সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই অনুচ্ছেদের আরো কিছু ধারা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় নিবন্ধে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে রয়্যাল ওমান পুলিশ।
নতুন এই সিদ্ধান্ত সরকারী গেজেট আকারে প্রকাশিত হবে এবং গেজেটের পর থেকে এটি কার্যকর হবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসী ও ভ্রমণকারীরা তাদের ভিসা ওয়ার্ক পারমিট রূপান্তর করতে পারবেন। এই বিধিটি পারিবারিক ভিসা ও স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসা ও কার্যকর হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post