খুলনায় পেটের ভেতর স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তার পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আট পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম আব্দুল আওয়াল (৩৬)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে এক যুবকের সাতক্ষীরায় যাওয়ার খবর পুলিশ জানতে পারে। তাকে ধরতে মহানগরীর সাচিবুনিয়া এলাকায় টহল বসায় পুলিশ। পথিমধ্যে সাতক্ষীরাগামী বাস থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে পুলিশ। তবে তার দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি।
আটক যুবক আউয়াল তার কাছে স্বর্ণের বারের কথা অস্বীকার করেন। তবে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পরবর্তীতে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেয়া হলে তিনি বিশেষ কায়দায় পরপর আটটি স্বর্ণের বার বের করে দেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় ওই স্বর্ণের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান ওসি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post