মহামারি করোনা ভাইরাসের কারণে বিদেশ গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীরা নানা ধরনের সমস্যার মুখে পড়ছেন। ফ্লাইট বন্ধ, দেশে এসে আটকেপড়া সহ নানা সমস্যার মধ্যে রয়েছেন প্রবাসীরা। বিশেষ করে দেশে অবস্থানকালে ভিসাসংক্রান্ত বা অন্যান্য জটিলতার মুখোমুখি হচ্ছেন। তাই প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ বিষয়ে ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরিফুল হাসান বলেন, “প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। আশা করছি প্রবাসীদের কল্যাণে অনেক বেশি কাজ করবে এই টিম।”
কুইক রেসপন্স টিমের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান (০১৮১৯২৬২১৭২)। এ দলের অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবেক র্যাবের নির্বাহী পরিচালক মো. সারওয়ার আলম (০১৭১২২০৭২২৭), বিএমইটির ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ রানা (০১৭১১১১১৫৪৪), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক মো. জাহিদ আনোয়ার (০১৭১৬৮৬৯২২২), সহকারী পরিচালক মো. আজিজুল ইসলাম ভূঞা (০১৯৪২২২০০৫২), উপসহকারী পরিচালক মো. আব্দুল কাদের (০১৩১১১৫৩৪৯১) ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান (০১৭৬০২১৭৮৫৩)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post