বিমানে খাবার বিতর্ক। যে খাবার দেওয়া হচ্ছে, তার মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে বারবার, তেমনই প্রশ্ন ওঠে আরও একাধিক বিষয় নিয়ে। এই পরিস্থিতিতে বিমানের যাত্রীদের খাবার দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
টাটা গ্রুপের অধীনে থাকা এয়ার ইন্ডিয়া এমনিতেই বারবার বিতর্কে জড়িয়েছে, যার মধ্যে অন্যতম বিমানে খাবার পরিবেশন যাত্রীদের। এবছরে জুন মাসেই কংগ্রেস সাংসদ এয়ার ইন্ডিয়ার বিমানে খাবার নিয়ে বড় অভিযোগ করেছিলেন। বিমানের খাবারের স্ক্রিনশট সমাজ মাধ্যমে দিয়ে প্রশ্ন করেছিলেন, খাবারের মধ্যে কী করে এই ধরনের বিভাজন? ‘হিন্দু’, ‘মুসলিম’ খাবার কী? বিমানের খাবারে এই ধরনের ‘লেবেল’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া এবার থেকে হিন্দু এবং শিখ যাত্রীদের ‘হালাল’ খাবার আর পরিবেশন করবে না। এমওএমএল-এর জন্য স্টিকার বা লেবেল যুক্ত খাবার ‘বিশেষ’ বলে বিবেচিত হবে। এমওএমএল-এ নথিভুক্ত ব্যক্তিদেরই কেবলমাত্র হালাল খাবার পরিবেশন করা হবে।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার হিন্দু-মুসলিম লেবেলের খাবার নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে বারবার। বিমানে যাত্রীদের পরিবেশন করা খাবারে ধর্মীয় বিভাজন নিয়ে প্রশ্নও উঠেছে একাধিকবার। তার মাঝেই বড় সিদ্ধান্তের কথা জানাল এয়ার ইন্ডিয়া। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, এবার থেকে মুসলিম যাত্রীদের কেবলমাত্র হালাল খাবার দেওয়া হবে। হিন্দু-শিখ, অন্যান্য ধর্মাবলাম্বী যাত্রীদের জন্য ব্যবস্থা করা হবে অন্য খাবারের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post