লেবাননে যুদ্ধ পরিস্থিতির কারণে (১২ নভেম্বর) রাতে দেশে ফিরবেন আরো ৯৫ জন বাংলাদেশি নাগরিক।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, রাতে বৈরুত থেকে দুবাই হয়ে নবম দফায় দেশে ফিরবেন ৯৫ বাংলাদেশি নাগরিক।
তারা মঙ্গলবার সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা করেছেন। আজ রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ নিয়ে লেবানন থেকে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আর লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post