সিলেটের সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করছে বিজিবি। ভারত থেকে অবৈধভাবে চোরাকারবারীরা এসব পণ্য বাংলাদেশ নিয়ে আসছে। রবিবার (১০ নভেম্বর) সকালে আবারও কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ী ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি,
ট্রলি ২টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালান বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post