মহামারী করোনা নিয়ন্ত্রণে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার (২৪ মে) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় আগামী ২ জুন পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে।
দেশটির পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, সৌদি আরবের জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি সারা হবে। মহামারি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এতে প্রবাসীরা নিজ নিজ দেশে আটকা পড়েছেন।
তারা যাতে নিরাপদে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। গত সপ্তাহে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতসহ ১৩ দেশের নাগরিকদেরও অনুমতি ছাড়া সৌদি সফরে বারণ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post