উপসাগরীয় দেশ ওমানের আয়তন ২ লক্ষ ৭২ হাজার বর্গকিমি। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণাতে অবস্থিত। দেশটির পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। ওমানের জনসংখ্যা প্রায় ৪৬ লাখ, যার মধ্যে ৪৩ শতাংশ বিদেশী নাগরিক। মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকা ও ইরান সহ বিশ্বের নানা দেশ থেকে আগত বিদেশী কর্মী।
জনসংখ্যার ইবাদি মুসলিম ৭৫%, বাকিরা সুন্নি ও শিয়া মুসলিম। ওমান ১৯৫১ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও ১৯৭১ সালে জাতিসংঘের সদস্য হয়। দেশটিতে কোনো সংবিধান নেই। চরম রাজতন্ত্র বিদ্যমান। সুলতানই দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কোনো রাজনৈতিক দলও নেই।
দেশটির রপ্তানির ৯০% তেল। ১৯৩২ হতে ১৯৭০ সাল পর্যন্ত ওমানের শাসক ছিলেন সুলতান কাবুসের পিতা সাঈদ বিন তাইমুর। প্রজারা বিদ্রোহ করতে পারে এ ভয়ে তিনি তৎকালীন সময়ে ওমানের নাগরিকদের শিক্ষা, বিদেশ গমন, ও বিলাসিতার ঘোর বিরোধী ছিলেন এবং যাবতীয় অর্থ নিজের ভান্ডারে জমা রাখতেন।
তারা বাবা ছিলেন ভীষণ রক্ষণশীল। তিনি ওমানে অনেকে বিষয় নিষিদ্ধ করেছিলেন। এর মধ্যে ছিল-রেডিও শোনা এবং সানগ্লাস নিষিদ্ধ করা। এছাড়াও ওমানে কে বিয়ে করতে পারবে, কে শিক্ষা গ্রহণ করতে পারবে, এমনকি কে দেশত্যাগ করবে – এসব কিছুর সিদ্ধান্ত দিতেন সুলতানের বাবা……
ওমান সুলতানের ব্যাপারে নানা অজানা তথ্য জানতে অংশগ্রহণ করুন সুলতান কাবুস কুইজ প্রতিযোগিতায় আর জিতে নিন মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট সহ আকর্ষণীয় নানা পুরষ্কার। এবারের কুইজে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ছাড়াও সেরা উত্তরদাতা ৫ জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার। একইসাথে প্রতিযোগিতার এই নিউজ লিংক এক মাসে এক হাজার জনের কাছে শেয়ার করেও বিশেষ পুরষ্কার জেতার সুযোগ রয়েছে। ২৫ মে থেকে শুরু হয়ে কুইজটি চলবে ২৪ জুন-২০২১ইং পর্যন্ত।
আসুন, এক নজরে কুইজের নিয়মাবলী জেনে নিই :
সুলতান কাবুস কুইজ প্রতিযোগিতা সকল প্রবাসীদের জন্য উন্মুক্ত।
কুইজটি খেলতে ক্লিক করুন এই লিঙ্কে http://www.probashtime.net/quiz-sultan
কুইজের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে। যে অপশনটি সঠিক মনে হয়, সেই অপশনের ওপর ক্লিক করে উত্তর দিতে হবে।
একজন প্রতিযোগীকে একবার নিবন্ধন করলেই হবে।
একটি আইডি দিয়ে কুইজে একবারই অংশগ্রহণ করতে পারবেন।
প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, পেশা, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট কপির সঙ্গে যাচাই করা হবে।
ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।
কুইজের উত্তর দেওয়ার সময় পাবেন ৪০ মিনিট।
একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে লটারি করা হবে।
আগামী ২৭-জুন ২০২১ইং রাতে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের বিজয়ী নির্বাচিত করা হবে।
বিজয়ীদের তালিকা একইসঙ্গে ওয়েবসাইটে ও প্রবাস টাইম ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।
প্রতিযোগিতার পরিচালনা, ফলাফল ও পুরস্কার সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post