৫৩৮ আসনের ইলেক্টোরাল কলেজের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০ পেরোতে পারলেই আমেরিকার প্রেসিডেন্ট পদের রাস্তা মসৃণ হয়। ২০২৪-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই তা পেরিয়ে গিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। আমেরিকার মসনদে ফের বসছেন সাবেক এই প্রেসিডেন্ট। ভূমিধস জয়ের পর ফ্লোরিডায় দলের সদস্য, সমর্থকদের জমায়েতে ভাষণ দিলেন ট্রাম্প। ট্রম্পের দাবি তার জয়ে আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হলো। পাশেই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী মেলানিয়া। বক্তব্যের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। ভাষণের মাঝেই আটাত্তর বছর বয়সি ট্রাম্প যেন হয়ে উঠলেন ‘প্রেমিক’। পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়াকে কাছে টেনে নিয়ে গালে চুম্বন করলেন ট্রাম্প!
পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিতে তাকে বিষয়টি গোপন করতে চাপ দেয়ার অভিযোগে গত মে মাসে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় নিউ ইয়র্কের আদালতে। সেসময় স্বামীর পাশে মোটেই ছিলেন না মেলানিয়া। এমনকী একসঙ্গে থাকছিলেনও না। ছেলে ব্যারনের সঙ্গে পাম বিচের বাসভবনে থাকছিলেন। বইও লিখে ফেলেছিলেন আমেরিকার ভাবী ফার্স্ট লেডি। এদিন স্ত্রীর লেখা সেই বইয়েরই প্রশংসা করে তাকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খান ট্রাম্প । তার লড়াইয়ে মেলানিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন। ভাবী ফার্স্ট লেডির মুখেও তখন লাজুক হাসি। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জে ডি ভ্যান্স এবং তার ভারতীয়-আমেরিকান স্ত্রী উষা ভ্যান্সও মঞ্চে উপস্থিত ছিলেন। সবার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এটি এমন একটি আন্দোলন ছিল যা আগে কেউ দেখেনি এবং সত্যি বলতে, আমি বিশ্বাস করি এটি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। এই দেশে এবং এর বাইরেও কখনও এরকম কিছু হয়নি এবং এখন এটি গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছতে চলেছে। কারণ আমরা আমাদের দেশকে নিরাময়ের লক্ষ্য নিয়েছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post