ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগে ভারতের একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপটি দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
জানা গেছে, রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে ভারতের ১৯টি প্রতিষ্ঠান ও ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এর আগে, যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করার অভিযোগে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত ভারতীয় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র। এ ছাড়া বিভিন্ন সময় ভারতকে সতর্ক করা হলেও এবার মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলো ভারতীয় প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্র রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগে একাধিক দেশের শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই তালিকায় ভারতীয় কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির নামও রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অ্যাসেন্ড অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি ভারতীয় প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এই প্রতিষ্ঠানটি ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত রাশিয়ায় ৭০০টি শিপমেন্ট পাঠিয়েছে, যার মধ্যে ২ লাখ ডলারের সিএইচপিএল (Common High Priority List) পণ্য রয়েছে।
এই পণ্যগুলি যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি বিমানের যন্ত্রাংশও রয়েছে বলে অভিযোগ। এই প্রতিষ্ঠানের পরিচালক বিবেক কুমার মিশরা এবং সুধীর কুমারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মাস্ক ট্রান্স নামে আরেকটি ভারতীয় প্রতিষ্ঠানও সিএইচপিএল পণ্য রাশিয়ায় সরবরাহ করেছে বলে অভিযোগ। তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ান সংস্থাকে তিন লাখ ডলার মূল্যের সরঞ্জাম সরবরাহ করেছে।
টিএসএমডি নামে আরেকটি ভারতীয় প্রতিষ্ঠান ৪ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রাশিয়ায় পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই পণ্যগুলি রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post