বিশ্বে এখন পর্যন্ত অনুমোদিত সকল করোনা ভ্যাকসিন কোভিড-১৯ এর সকল স্ট্রেইনের বিরুদ্ধে লড়াই করতে অপ্রতিরোধক এবং সকল ভ্যাকসিন মানবদেহে সঠিকভাবে ব্যবহার উপযোগী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। শনিবার ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, ‘‘দেশে যে সকল ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে সেগুলা সব বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) দ্বারা পরিক্ষিত ও অনুমোদিত। ওমান এমন কোনো ভ্যাকসিন অনুমোদন দেয়নি যেগুলো মানবদেহে নেতিবাচক প্রভাব ফেলেছে।”
উল্লেখ্য: আগামী মাস থেকেই ওমানে ব্যাপক হারে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান কার্যক্রম। এ উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভ্যাকসিন নিয়ে যাতে করে কেউ কোনো ধরনের গুজব সৃষ্টি না করতে পারে, সে দিকেও নজর রাখছে মন্ত্রণালয়। এমতাবস্থায় ওমানের সকল নাগরিক এবং প্রবাসীদের কোনো ধরনের গুজবে কান না দিয়ে ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post