ওমানি নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরিতে শীগগিরই দেশটিতে আসছে নতুন শ্রম আইন। বুধবার (১৯-মে) ওমান শ্রম মন্ত্রণালয়ের মানবসম্পদ বিষয়ক উপ-সচিব সেলিম বিন মুসাল্লাম আল বুসাইদীর বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে ওমানের জাতীয় গণমাধ্যম।
সংবাদে উল্লেখ করা হয়, ‘‘ওমানে স্থানীয় নাগরিকদের কাজের খাত তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। তাই নতুন করে আরো ৬ হাজার ওমানি নাগরিকদের কাজের সুযোগ তৈরি করতে দেশটির তেল গ্যাস ও বিদ্যু খাতে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রণালয়।
আল বুসাইদী বলেন, প্রশিক্ষণ প্রক্রিয়াটি সঠিকভাবে বাস্তবায়িত হলে আশা করা যায় এই বছরে প্রায় ১৮শ ওমানি নাগরিককে চাকরী দেওয়া সম্ভব। এদিকে, সোমবার সন্ধ্যায় ওমান রেডিওর এক সাক্ষাতকারের শ্রম উপ-সচিব শেখ নাসের বিন আমের বিন শাওয়াইন আল হোসানি বলেন, ওমান ইনভেস্টমেন্ট অথরিটি সরকারী সংস্থায় নিযুক্ত প্রায় ৯ হাজার প্রবাসীকে এই বছরের মধ্যে প্রতিস্থাপন করতে পরিকল্পনা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিতে শতভাগ ওমানীকরণ করার লক্ষ্যে কাজ করছে সরকার।
উপ-সচিব সেলিম বিন মুসাল্লাম আল বুসাইদী বলেন, ‘‘মন্ত্রণালয় কাছে দুটি খসড়া আইন প্রক্রিয়াধীন রয়েছে, যার মধ্যে বর্তমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে মিল রেখে জনস্বার্থে এই আইন ব্যবহারিকর হবে। শ্রম আইনটি রয়্যাল ডিক্রি জারির আগে মন্ত্রীপরিষদ এবং বিচার ও আইন বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায় থেকে পাশ হয়ে আসতে হবে। চলতি বছরেই দেশটির বিভিন্ন খাতে ওমানিকরণের লক্ষ্যে খুব দ্রুত এই আইন প্রয়োগ শুরু হবে বলে জানান ওমান সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে এই আইন কার্যকর হলে দেশটিতে প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্র আরো সংকুচিত হয়ে আসবে বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post