মহামারী করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা এখনো আশঙ্কাজনক অবস্থানে রয়েছে। সোমবার (১৭-মে) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৭৯৬ জন এবং মৃত ১৩ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত এবং মৃত দুইটাই ঊর্ধ্বমুখী রয়েছে। আজ আক্রান্ত বেড়েছে ২০৮ জন এবং মৃত বেড়েছে ৪ জন।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৯৭ জন। অপরদিকে মোট সুস্থতার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ০৬৫ জন। নতুন ১৩ জনের মৃত সহ মোটে মৃতের সংখ্যা ২ হাজার ২০৬ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক ৯৩ শতাংশ। দেশটির বিভিন্ন হাসপাতালের গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৭ জন, যা গতকালের তুলনায় ২১ জন বেশি। আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৮ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭০৯ জন। আজ নতুন সুস্থ হয়েছেন ৭২৩ জন।
বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ সঠিক উত্তরদাতা একশত জনের তালিকা দেখুন এই লিংকে
http://www.probashtime.net/quiz/
এদিকে বাংলাদেশেও ঈদের পর করোনায় মৃত্যু এবং আক্রান্ত প্রায় দ্বিগুণ বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩২ জন এবং আক্রান্ত ৬৯৮ জন। যা গতকালের চেয়ে আক্রান্ত বেড়েছে ৩৩৫ জন এবং মৃত বেড়েছে ৭ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জন এবং মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনে।
করোনাভাইরাস নিয়ে সোমবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৩৪৭ জনের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post