মধ্যপ্রাচ্যের দেশ ওমানের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় শিথিল করা হয়েছে পূর্বের বেশকিছু বিধিনিষেধ। ইতিমধ্যেই গতকাল (১৫-মে) থেকে দেশটির জিম সেন্টার ব্যতীত বাকি সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান পুনরায় খোলার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।
এক বিবৃতিতে মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউন শিথিলে ভোর ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সকল ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই সময় গ্রাহকরা দোকানে প্রবেশের অনুমতি পাবেন। তবে বারো বছরের কম বয়সী শিশুরা কোন প্রকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ করার অনুমতি পাবে না। দেশটির সকল মল, বাণিজ্যিক দোকান, রেস্তোরা এবং ক্যাফেগুলিতে ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করার অনুমতি পাবেন।
পুনরায় দোকান খোলার ব্যাপারে দেশটির যোগাযোগ কেন্দ্র জানিয়েছে, লাকডাউন শিথিল হওয়ায় গাড়ি মেরামত করার দোকান, সেলুন, বিউটি পার্লার, কার ওয়াশের দোকানসহ সকল ধরণের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটির সকল জিম, স্পোর্টস ক্লাব, ইনডোর গেমস বন্ধ থাকবে।
বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও লকডাউন শিথিল করায় আরো বেশকিছু সুবিধা ভোগ করতে পারবেন দেশটির নাগরিক ও প্রবাসীরা। ওমান সুপ্রিম কমিটির ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ই মে থেকে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একইসাথে ওমানের সকল সরকারী বেসরকারি অফিস-আদালতে ৫০ শতাংশ কর্মচারী উপস্থিত হতে পারবেন। তবে যে সকল কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হবেন, তাদের অবশ্যই সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post