মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ও দেশটির অর্থনীতিকে গতিশীল রাখতে এরইমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে ওমান সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সরকারী পরিচালনায় পরিচালিত প্রতিষ্ঠান বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের পারিশ্রমিক ও বাসা ভাড়া বর্তমান অর্থবছরের তুলনায় ৫০ শতাংশ কমিয়ে আনা হবে।
[the_ad id=”652″]
মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে: “২০২০-২০২১ অর্থবছর থেকে শুরু হওয়া সরকারী কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলির পরিচালক এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগে তাদের উপ-কমিটিগুলির বোর্ডের পারিশ্রমিক ও বসার ফি ৫০ শতাংশ কম পাবে।”
আরও পড়ুনঃ ওমানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ৫০০ রিয়াল জরিমানা
এই সিদ্ধান্তটি সুলতান হাইথাম বিন তারিকের তেলের দাম নিরসনে এবং জনসাধারণের ব্যয় কমানোসহ দেশটির প্রয়োজনীয় সকল আর্থিক ব্যবস্থা গ্রহণের নির্দেশের অংশ বিশেষ।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post