ওমানে বাংলাদেশী প্রবাসীদের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল সালালার বাঙালি মার্কেট থেকে সবজি ও ফলের দোকান বন্ধ করে দিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। করোনা সর্তকতায় সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে এই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২-মে) এক বিবৃতিতে ধোফার পৌরসভা জানিয়েছে, “রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় সিভিল ইন্সপেকশন টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে প্রবাসীদের ফলমূল ও শাক সবজির দোকান বন্ধ করে দেয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দোকান খোলার অনুমতি পাবেন না।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post