মহামারী করোনায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ আক্রান্ত এবং মৃত দুইটা-ই নিম্নমুখী রয়েছে। মঙ্গলবার (১১-মে) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৫৭৬ জন এবং মৃতের সংখ্যা ১০ জন। গতকালের চেয়ে আজ আক্রান্ত কমেছে ২১১ জন এবং মৃত কমেছে ৮ জন। হাসপাতালের নতুন ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১৩ জন, আইসিইউতে রোগী কমেছে ৮ জন।
তবে মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্ত কমলেও মৃতের সংখ্যা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বর্তমানে দেশটির আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৫৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৭১৩ জন। যাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৩৯১ জন।
নতুন ১০ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ১৪৮ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৩ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭২৯ জন। আজই ওমানের করোনার শেষ আপডেট।
আগামীকাল থেকে ঈদের ছুটি উপলক্ষে শনিবার পর্যন্ত করোনার প্রতিদিনের আপডেট বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রনালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post