ওমানে বাড়ছে করোনায় সুস্থ হওয়া নাগরিকের সংখ্যা। ওমান স্বাস্থ্যমন্ত্রনালয়ের প্রকাশিত তথ্য অনুসারে বর্তমানে দেশটিতে করোনা রোগী সুস্থতার হার ৯২ শতাংশ। মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ১৩৭ জন। যাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৬০৭ জন। তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আজ নতুন ১৮ জনের মৃত সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ জন।
রবিবার (৯-মে) মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে আরও দেখা গেছে, গত তিনদিনে দেশটিতে দুই হাজার ৬ জন নাগরিক নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৭ জন। যারমধ্যে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৭৬০ জন, শুক্রবারে ৬১২ এবং শনিবার ৬৩৪ জন রোগী। এর মধ্যে মাস্কাট প্রদেশে সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে।
প্রদেশটিতে নতুন রোগী সনাক্ত হয়েছে এক হাজার ৮২ জন এবং করোনায় মারা গিয়েছেন ১৭ জন নাগরিক। এছাড়াও সারাদেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন রোগী এবং দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫২ জন রোগী। যাদের মধ্যে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন ২৭৫ জন রোগী। ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের করোনা প্রতিরোধে সমাবেশ এড়িয়ে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা এবং প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে না বের হবার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post