মহামারী করোনায় ওমানে আক্রান্তের সংখ্যা কমলেও আজ মৃতের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার (৬-মে) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৭৭২ জন এবং মৃতের সংখ্যা ১২ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত ২ জন বাড়লেও মৃত বেড়েছে ৩ জনের।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটির আইসিইউতে এখন ভর্তি রোগীর সংখ্যা ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৯ জন সহ মোট চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৭৬ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ১১৪৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ জন। অপরদিকে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৮১ হাজার ১৬৯ জন। মোট মৃতের সংখ্যা ২০৮৩ জন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আগামী ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশটির সকল প্রদেশে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করেছে সুপ্রিম কমিটি। একইসাথে ঈদের জামাত এবং ঈদ উপলক্ষে মার্কেট খোলা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ঈদের দিন দেশটির সকল সৈকত, পার্ক এবং পাবলিক স্থানে সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কমিটি। ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post