ওমানে এনওসি প্রথা বাতিলে শ্রমিকদের আরও ভাল চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে এবং দেশে মানব পাচার রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন দেশটির জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স এর চেয়ারম্যান নাবহান বিন আহমেদ আল বত্তাশী। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য-কালে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, ‘‘বর্তমানে দেশে এনওসি প্রথা বাতিলের সিদ্ধান্ত সরকারের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। কারণ করোনা প্রভাবে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই নাজুক। এই অবস্থায় এই ধরনের সঠিক সিদ্ধান্ত দেশের শ্রমবাজারকে আরো ত্বরান্বিত করবে। দেশের বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের বর্তমান পরিস্থিতি অনেকটাই বিপর্যস্ত। এই অবস্থায় এনওসি প্রথা বাতিল কর্মীদের কল্যাণ নিশ্চিত করবে। এর ফলে আমরা মহামারীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঠিক মূল্যায়ন করতে সক্ষম হবো।”
আল বত্তাশী দেশের অর্থনীতিক উন্নয়নে সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, মধ্যমেয়াদী ফিজিক্যাল ব্যাল্যান্স প্ল্যানের মতো ব্যবস্থা প্রবর্তন করে মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক অবস্থা উত্তরণে ভূমিকা রেখেছে সরকার। মহামারী চলাকালীন কর্মচারীদের সহায়তায় ট্রেড ইউনিয়নগুলি শ্রমিকদের অধিকার রক্ষার এবং শ্রমিক কল্যাণ সম্পর্কিত বিষয়গুলো সঠিকভাবে মূল্যায়ন করবে।
জব সিকিউরিটি সিস্টেম (জেএসএস) স্থাপনে সুলতান হাইথাম বিন তারিককে স্বাগত জানিয়েছে ট্রেড ইউনিয়ন। এই ব্যবস্থায় বেসরকারি খাতের কর্মীদের জন্য তাদের ভবিষ্যতের চাকরির জন্য নিশ্চয়তা দেয়। জেএসএসের ভূমিকা নিয়ে বত্তাশী আরো বলেন, মহামারী চলাকালীন সময়ে কিছু শ্রমিককে বিভিন্ন সংস্থা থেকে বিনা বেতনে চাকরীচ্যুত, কোয়ারেন্টাইনে সঠিকভাবে বেতন না দেওয়া সহ বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করেছে। এইগুলো নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে এই এনওসি প্রথা বাতিলের কারণে।
বিস্তারিত দেখুন আজকের বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post