ড্রপ-অফ জোনে বিদায়ী আলিঙ্গন বা জড়িয়ে ধরার জন্য তিন মিনিট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে নিউজিল্যান্ডের ডানেডিন বিমানবন্দর।
ইউপিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানবন্দরটিতে একটি সাইনবোর্ডে এই নির্দেশনা উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘সর্বোচ্চ আলিঙ্গনের সময় ৩ মিনিট। যারা বেশি আবেগপূর্ণ বিদায় চান, তারা দয়া করে পার্কিং জোন ব্যবহার করুন।
এই বিষয়ে বিমানবন্দরের প্রধান নির্বাহী ড্যান ডি বোনো রেডিও নিউজিল্যান্ডকে বলেছেন, ড্রপ-অফ জোনে বিদায় নিতে অনেক বেশি সময় নিচ্ছে। এটি একটি বিমানবন্দর এবং এটি প্রিয়জনদের বিদায় জানানোর জন্য শেষ স্থান। এখানে কেউ বেশি সময় নিলে অন্যরা সুযোগ পাবে না। তাই সবাইকে সুযোগ করে দিতেই এই নির্দেশনা দেয়া হয়েছে।
ডি বোনো বলেছেন, এটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আমারা বেশ কিছু আলোচনাও করেছি।
ঘটনাটি বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। ভাইরাল হয়েছে অনলাইনেও। সামাজিক মাধ্যমে শেয়ার করা সাইনবোর্ডের ছবিটিতে একজন মন্তব্য করেছেন, আপনি আলিঙ্গনের সময় নির্ধারণ করে দিতে পারেন না। এটা অমানবিক। আরেকজন বলেছেন, আমি এতে হতাশ। অন্য আরেকজন বলেন, এটা পাগলামি। এখন তারা কী শেষ বিদায়ের জন্য নিয়ম বেধে দিবে?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post