ওমানে বাংলাদেশী শ্রম বাজার আরো বাড়াতে ব্যাপক পড়িসরে কাজ করে যাচ্ছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সহ সকল ধরনের সমস্যা দ্রুত সমাধানে কাজ করে যাচ্ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমান।
তিনি ওমানে এসেই প্রবাসীদের কল্যাণে একের পর এক নানা পদক্ষেপ গ্রহণ করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশি কমিউনিটিতে। ওমানে বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে গতকাল (৩-মে) দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী ভাওয়াইনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাষ্ট্রদূত। সোমবার সকালে মন্ত্রীর নিজস্ব অফিসে এই বৈঠক করেন তিনি।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এই বৈঠকে ওমানে অবস্থিত বাংলাদেশী পেশাদার কর্মীদের কল্যাণ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে চিকিৎসক, আইটি বিশেষজ্ঞ এবং মেরিন ইঞ্জিনিয়ারসহ দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান। বৈঠকে রাষ্ট্রদূতের দেওয়া সকল প্রস্তাব সর্বাধিক বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী।
রাষ্ট্রদূত মোঃ মিজানুর রহমানকে উপহার দিচ্ছেন ওমানের শিক্ষামন্ত্রী ডাঃ মাদিহা বিনতে আহমেদ বিন নাসের আল শিবানী
এদিকে সম্প্রতি ওমানের বাংলাদেশী প্রবাসী কর্মীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণসহ পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে দেশটির শিক্ষামন্ত্রী ডাঃ মাদিহা বিনতে আহমেদ বিন নাসের আল শিবানীর সাথে বৈঠক করেছেন রাষ্ট্রদূত। বৈঠকে ওমানের বাংলাদেশ স্কুল এবং প্রবাসী কর্মীদের পেশাগত উন্নয়ন নিয়েও শিক্ষামন্ত্রীর আলোচনা করেন মিজানুর রহমান।
ওমানের সব গুরুত্বপূর্ণ সংবাদ দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post