ওমানে করোনা বিস্তার রোধে পূর্বের ঘোষিত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করে নতুন সিদ্ধান্ত জারি করেছে দেশটির সুপ্রিম কমিটি। রবিবার (২-মে) এক জরুরী বৈঠকে গোটা দেশে কারফিউ জারি সহ বেশকিছু নতুন সিদ্ধান্ত নেয় সুপ্রিম কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশটির সকল প্রদেশে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত সকল ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিটির পূর্ব ঘোষিত রাত ৯ টা থেকে ভোর ৪ পর্যন্ত নিষেধাজ্ঞা বাতিল করে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে খাবারের দোকান, পেট্রোল পাম্প, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, ফার্মেসী এবং হোম ডেলিভারি পরিষেবা। কমিটি আরো জানিয়েছে, দেশটির সকল কর্মস্থলে কর্মীদের উপস্থিতি কমিয়ে নিয়ে আসতে হবে। দেশটির বিভিন্ন প্রদেশের সরকারী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের বাসা থেকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও যেসকল কর্মীদের কর্মস্থলে আসতে হবে তাদের প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কমিটি আরো জানিয়েছে, গত বছরের ন্যায় এবছরও ঈদের নামাজের জামাত এবং ঈদ উপলক্ষে মার্কেট খোলা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ঈদের দিন দেশটির সকল সৈকত, পার্ক এবং পাবলিক স্থানে সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post