ওমানে বসে বিভিন্ন ফেইক ফেসবুক আইডির মাধ্যমে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে ওমান প্রবাসী এক বাংলাদেশীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উক্ত ওমান প্রবাসী একটি ফেইক আইডি ব্যবহার করে ঢাকা মিরপুরের একটি স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে সম্পর্ক গড়ে কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয়। অতঃপর উক্ত আইডি থেকে ছাত্রীটিকে অনবরত ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত ওমান প্রবাসী।
আরও পড়ুনঃ ওমান থেকে দেশে ফিরলেন আরও ২৮৯ প্রবাসী
এমতাবস্থায় ভুক্তভোগী ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দিলে, এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় তদন্ত করে তার পরিচয় শনাক্ত করেন। এরপর ওমান প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে ইতিমধ্যেই অপরাধীর পাসপোর্ট কপি এবং ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডি টি উদ্ধার করা হয়। ওই আইডি থেকে তার আরও নানা অপকর্মের প্রমাণ পেয়েছে সাইবার ক্রাইম ইউনিটের কাছে। খুব শীঘ্রই অপরাধীকে দেশে ফেরত আনা হবে বলে প্রবাস টাইম কে জানিয়েছেন সাইবার ক্রাইম ইউনিটের এক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post