করেনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। দেশটিতে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বৃহস্পতিবার (২২-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৮ জন এবং মৃতের সংখ্যা ১৬ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৪৩১ জন।
বর্তমানে দেশটির আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৬৬ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। মাস্কাট এবং সালালাহ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ তান্ডব চলছে করোনার। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ২৭৮ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৫১ জন। নতুন ১৬ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৯৪২ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ১ হাজার ৩০১ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০৭ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮২২ জন। পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বন্ধ সহ কারফিউ জারির সম্ভাবনা রয়েছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
এদিকে লকডাউন চলাকালীন সময়ে ওমান সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে বেশ কয়েকজন নাগরিককে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, আল-বুরাইমি প্রদেশে লকডাউনের মধ্যে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে বাহিরে ঘুরেবেড়ানো ও জমায়েত করার দায়ে বেশ কয়েকজন নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তবে আটককৃত নাগরিকদের মধ্যে কোনো প্রবাসী নাগরিক আটক হয়েছে কিনা তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post