মহামারি করোনাভাইরাসে সারা বিশ্ব যখন স্থবির, তখনো মানব কল্যাণে কাজ করে গেছেন কিছু লৌহমানব। তাদেরই একজন আমিরাত প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ মোশাররফ শহীদ। মহামারি চলাকালীন সময়ে মানুষের কল্যাণে কাজ করে আমিরাতের সম্মুখযোদ্ধা বা ফ্রন্ট লাইন কর্মীদের কাতারে স্থান করে নিয়েছেন বাংলাদেশি এই তরুণ। আমিরাত সরকার এই সম্মুখ যোদ্ধাদের আমিরাতের নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন।
গত ১৫ এপ্রিল রাত ১২ টা ১ মিনিটে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় আলোকসজ্জার মাধ্যমে সম্মুখ যোদ্ধাদের ছবি প্রদর্শিত হয়। এসময় সেখানে প্রদর্শিত হয় বাংলাদেশি সম্মুখযোদ্ধা মোশাররফের ছবিও। প্রবাসে স্বীয় কাজের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত মোশাররফ জানান সাধারণ প্রবাসী হতে অসাধারণ কীর্তির পিছনের গল্প।
আমিরাত সরকার এই সম্মুখ যোদ্ধাদের আমিরাতের নায়ক হিসেবে আখ্যা দিয়েছেন
মহামারীতে সারা বিশ্ব লকডাউন বন্ধী তখন দুবাইয়ের মিউনিসিপালিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টে কর্মী হিসেবে আমিরাতের পরিচ্ছন্নতা অভিযানে নামেন মোশাররফ। ঠিক সে সময়ই তার সন্তান সম্ভবা স্ত্রী হাসপাতালে ভর্তি প্রচুর মানসিক চাপ আর উদ্বেগের মধ্য সেবা দিয়েছেন কোন সময়ের হিসেব ছাড়া। তিনি জানান, দৈনিক ২০ ঘন্টা বা তারও বেশি তিনি সেবা দিয়েছেন সময়ের হিসেব ছাড়া।প্রবাসে কাজের এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত প্রবাসী এই তরুণ।
প্রবাসের মাটিতে স্বীয় কাজের স্বীকৃতি নিজেকে ও দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে কুমিল্লার এই তরুণ। এদিকে মোশাররফের অনন্য কৃতিত্বের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসায় পঞ্চমুখ আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। অভিনন্দন ও তার কল্যাণ কামনায় আনন্দ অশ্রুতে ভাসছে প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যম। তার প্রশংসায় পঞ্চমুখ গাল্ফ নিউজ সহ দেশি বিদেশি মিডিয়া গুলোও।
ভাগ্যে পরিবর্তনের আশায় আমিরাতে আসা কুমিল্লার এই তরুণ কাজ করেন আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের মিউনিসিপালিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট কর্মী হিসেবে। এই মহত কাজের মাধ্যমে লাল সবুজের পতাকাকে আরো মহীয়ান করেছেন। তার মহত কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post