কোন সিনেমার গল্প কিংবা ট্রল নয়, এবার সত্যিই চালু হয়েছে হাউন আঙ্কেলের ভাতের হোটেল। ভাইরাল এই নামটি শুনেই দিন দিন হোটেলে বাড়ছে গ্রাহকের সংখ্যা।
বর্তমানে পলাতক থাকা সাবেক ডিবি প্রধান হারুন অর-রশীদ তার কার্যালয়ে ভাত খাওয়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে বেশ আলোচিত-সমালোচিত ছিলেন। তবে ছোট্ট লুবাবা হারুন নামকে হাউন নামে উচ্চারণ করার পর দেশ-বিদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।
রাতারাতি হারুন থেকে ‘হাউন’ নামটি ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল হাউন আঙ্কেল নামে এবার একটি ভাতের হোটেল খুলেছেন ঝালকাঠির এক তরুণ ব্যবসায়ী।
শহরের ব্র্যাক মোড় এলাকায় এ হোটেলটিতে কেবল নামের জন্যই প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। জেলার গন্ডি ছাড়িয়ে আশ-পাশের মানুষও খেতে আসছেন আলোচিত এ হোটেলে। তবে কেবল নামেই নয়, হোটেলটির খাবার খেয়েও বেশ সন্তুষ্ট গ্রাহকরা।
প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি হয় মফস্বল শহরের এই হোটেলটিতে। তার নাম ব্যঙ্গাত্মক করে রাখা এই হোটেলে যারা খেয়েছেন তার উদ্দেশ্যে দুটি। এক. আলোচনায় আসা, দুই. ভালো খাবারের স্বাদ নেওয়া।
তবে খাবার হোটেলের এমন নামের কারণে ক্ষোভ প্রকাশও করেন অনেকে।
হোটেলটির উদ্যোক্তা জানান, এর আগে তিনি অন্য ব্যবসা করলেও তাতে লোকসান গুনে এক পর্যায় পথে বসে যান। পরে স্থানীয় এক ব্যবসায়ীর অর্থায়নে এই ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল ‘ নাম দিয়ে হোটেলটি চালু করেন। দোকান খোলার পর যেন রাতারাতি এসেছে সাফল্য। এলাকার ছোট বড় সবাই মিলে হাউন আংকেল ভাইরাল নামটি ঠিক করেন।
মাত্র ২৫ দিন আগে যাত্রা করা ঝালকাঠির এই হাউন আঙ্কেলের ভাতের হোটেলটি চলে সকাল থেকে রাত পর্যন্ত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post