করেনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। রবিবার (১৮-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ৩ দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৬৩ জন এবং মৃতের সংখ্যা ৫৭ জন। যেখানে গত রবিবার অর্থাৎ ১১-এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিলো ৩ হাজার ৫৪৪ জন এবং মৃতের সংখ্যা ২৯ জন। গত রবিবারের তুলনায় আজ আক্রান্ত কিছুটা কমলেও মৃত বেড়েছে ২৮ জন। যা দেশটির জন্য ভয়াবহ বিপদ সংকেতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বর্তমানে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৬১ জন। গত ৩ দিনেই আইসিইউতে ভর্তি হয়েছেন ৩২ জন রোগী। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৩১ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৩২৪ জন। নতুন ৫৭ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৭৮ জন। গত ৩ দিনে নতুন সুস্থের সংখ্যা ৩ হাজার ৪৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯৬ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৮২৩ জন। পরিস্থিতি স্বাভাবিক না হলে কারফিউ জারির সম্ভাবনা রয়েছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post