করোনাভাইরাস মোকাবেলায় সবধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ওমান সরকার। দেশটিতে বর্তমান পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এই নির্দেশনা যেনো কেউ অমান্য না করে সেদিকেও কঠোর নজরদারিতে রয়েছে দেশটির পুলিশ প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল লকডাউন অমান্য করে ব্যবসা চালিয়ে যাওয়ায় এক দর্জির দোকানে অভিযান পরিচালনা করে রয়্যাল ওমান পুলিশ।
ওমানের গাদাবান অঞ্চলের একটি বাসায় অভিযান পরিচালনা করে সেই বাসায় অবস্থিত একটি দর্জির দোকান আটক করে পুলিশ। এই সময় লকডাউনে আইন অমান্য করায় ৩০০ ওমানি রিয়াল জরিমানা করা হয়, যা বাংলাদেশী টাকায় প্রায় ৬৪ হাজার টাকা সমপরিমাণ জরিমানা করে রয়েল ওমান পুলিশ। এই সময় দর্জির দোকানের সেলাই মেশিন ও জামাকাপড় জব্দ করে পুলিশ।
আরও পড়ুনঃ ওমানের বারকা থেকে প্রবাসী গ্রেফতার
পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে যে, দেশটিতে করোনা পরিস্থিতি মহামারী রূপ যেনো না নেয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। দেশটির বিভিন্ন অঞ্চলে কেউ যেনো লকডাউন অমান্য করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা না করতে পারে সেইদিকে কঠোর নজরদারিতে রেখেছেন তারা। এর আগে ওমান পুলিশ উত্তর আল বাতিনা সিটি কর্পোরেশনের শিনাস এলাকায় অভিযান চালিয়ে ৩ টি দর্জির দোকান বন্ধ করে দেয় ও দক্ষিণ বাতিনা অঞ্চলের বারাকা এলাকায় একটি দর্জির দোকানে অভিযান পরিচালনা করেছে ওমান পুলিশ। জানাগেছে, ওমানে এখন সবচেয়ে বেশী পুলিশের নজরদারিতে যেসব ব্যবসা, তার মধ্যে অন্যতম হচ্ছে দর্জি/ ট্রেইলারিং ব্যবসা।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post