ওমানে দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক নিয়ম জারি করেও সংক্রমণ কমানো যাচ্ছেনা। ইতিমধ্যেই দেশটির সালালাহ অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। শুক্রবার সুপ্রিম কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত জারি করা হয়। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬ থেকে ভোর ৫ টা পর্যন্ত মানুষের চলাচল সম্পূর্ণ রূপে নিষিদ্ধ থাকবে। সেইসাথে অত্র অঞ্চলের সকল দোকানপাট ও গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এতেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কমিটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘প্রদেশটির সকল নাগরিকদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
এছাড়াও সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। কোন ধরনের গন জমায়েত করা যাবেনা এবং পবিত্র রমজান উপলক্ষে সেহেরি ও ইফতারের আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। নিজের পরিবার ও সমাজকে করোনা মুক্ত রাখতে সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সুপ্রিম কমিটি।”
এদিকে সুপ্রিম কমিটির এই ঘোষণার পর মাস্কাট থেকে সালালাহগামী সকল যাত্রীবাহী বাস পরিসেবা স্থগিত করেছে দেশটির জাতীয় যাত্রী পরিসেবা প্রতিষ্ঠান মাওয়াসালাত। শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে শনিবার (১৭-এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সালালাহগামী সকল যাত্রিবাহী বাস সেবা বন্ধ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post