করোনার নতুন ঢেউয়ে বিপর্যস্ত গোটা ওমান। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে হিমশিম খাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৫ জন এবং মৃতের সংখ্যা ১৪। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ২৩৪ জন। তবে গতকালের চেয়ে আজ মৃত বেড়েছে ৫ জন।
সেইসাথে প্রথমবারের মতো দেশটির হাঁসপাতাল গুলোতে রেকর্ড ছাড়ালো আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৬৬৮ জন। অপরদিকে মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন। নতুন ১৪ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮২১ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থের সংখ্যা ১২০০ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা করোনা ভাইরাস মনিটরিং অ্যাপ্লিকেশন তারাসুদে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০৩ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৮৬ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ২৬৭ জন রোগী।
ওমানে আগামী ৩১ মে পর্যন্ত করোনার ভয়াবহ সংক্রমণের ঝুঁকি রয়েছে। ইতিমধ্যেই দেশটির বেশিরভাগ হাসপাতালের আইসিইউ শয্যা পরিপূর্ণ হয়ে গেছে। কোথাও খালি নেই আইসিইউ’র বেড। মহামারী করোনা সংক্রমণ থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে মন্ত্রণালয়ের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
পবিত্র রমজানে মাসে শুনুন পবিত্র সূর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post