রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসী সবুজ শেখ হত্যার বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে মকবুলের দেকান এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন নবুওছিমদ্দিন পাড়া এলাকার পাঁচ শতাধিক নারী পুরুষ। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়।
এক ঘণ্টা পরে পুলিশ এসে মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বিক্ষোভকারীরা বলেন, ২৩ সেপ্টেম্বর পরকীয়া প্রেমিক রাসেল শেখের যোগসাজশে নবুওছিমদ্দিন পাড়ার সৌদি প্রবাসী রাসেল শেখকে ঘাস মারা বিষ খাওয়ান তার স্ত্রী রোকসানা খাতুন। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর মারা যান সবুজ। এ ঘটনায় পরিবারের সদস্যরা গোয়ালন্দ ঘাট থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন।
পরে ৭ অক্টোবর সবুজের মা সুফিয়া বেগম বাদী হয়ে রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, প্রবাসী হত্যা নিয়ে এলাকাবাসী মানববন্ধন করেছে। তাদের দাবি সবুজকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে সে কি নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে কিনা এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। কোর্টে সবুজের পরিবার বাদী হয়ে মামলা করেছে। তবে মেডিকেল রিপোর্ট পেলে আমরা জোরালো ব্যবস্থা নিতে পারব।
এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তারা আমাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এই সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post