দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। এমতাবস্থায় আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ থাকলেও প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে শীগগিরই। বুধবার (১৪ এপ্রিল) এ ব্যাপারে আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য অতিশিগগিরই বিশেষ ফ্লাইট চালু করা হবে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিসমূহের। অন্যদিকে, প্রবাসী কর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে ফিরতে পারবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্লান আগামীকাল (১৫ এপ্রিল) নিশ্চিত করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post