গাড়িতে ধাক্কা দিয়েছিল এক অটোরিকশা। আর এরই জেরে সৃষ্ট বিবাদের একপর্যায়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল লোক। ঘটনার সময় ওই যুবক তার বাবা-মায়ের সঙ্গেই ছিলেন। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাদে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
Mumbai Road Rage Turns Deadly, Man Beaten To Death In Front of Familyhttps://t.co/fkqlZ71KO6 pic.twitter.com/PEEvSom4y8
— NDTV (@ndtv) October 15, 2024
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মুম্বাইয়ের মালাদে একটি অটোরিকশাকে তার গাড়িতে আঘাত করা নিয়ে বিরোধের পর ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে একদল লোক পিটিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী আকাশ মাইন। বিবাদের সময় তিনি তার বাবা-মায়ের সাথে ছিলেন।
এনডিটিভি বলছে, শনিবার সন্ধ্যায় পুষ্প পার্কের কাছে ওভারটেক করতে গিয়ে আকাশের গাড়িকে ধাক্কা দেয় এক অটোচালক। এটি নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়, যার পরে অটো চালক চলে যায় বলে দিন্দোশি পুলিশ জানিয়েছে।
Trigger warning: Graphic details shown in the video
In Malad East, a tragic road rage incident unfolded when a man was brutally beaten to death in front of his father, mother, and wife.
In a desperate bid to protect him, his mother lay over his body, trying to shield him. The… pic.twitter.com/QIZNj1Lfdu
— Mid Day (@mid_day) October 14, 2024
তবে অটো চালকের সমর্থনে ঘটনাস্থলে জড়ো হওয়া জনতা আকাশকে মারধর করে।
এক ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক আকাশকে মারধর করছে। তবে তার বাবা সেসময় ওই লোকদের দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি ছেলেকে রক্ষার মরিয়া প্রচেষ্টায় আকাশের মা ঢালের মতো করে তার শরীরের উপর শুয়ে পড়েন।
একজন কর্মকর্তা বলেছেন, “মাইনকে লাথি ও ঘুষি মেরে গুরুতর জখম করে ফেলেছিল। পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা রোববার ছয়জনকে এবং সোমবার আরও তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হত্যা এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। আগামী ২২ অক্টোবর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post