লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গো কাভার্ড ভ্যানে পাঁচারকালে তিন কোটি ঊনিশ লাখ সাতাশ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য অবৈধ চোরাই পণ্য আটক করেছে ১৫ বিজিবি।
রোববার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম থেকে ধাওয়া করে তিস্তা টোল প্লাজায় আটক করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬) ভারতীয় অবৈধ পণ্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় বড়বাড়ি এলাকায় কাভার্ড ভ্যানটিকে থামার নির্দেশ দেয় বিজিবির সদস্যরা। কিন্তু গাড়িটি না থামায় গাড়িটির পিছু ধাওয়া করতে থাকেন তারা। পরে গভীর রাতে তিস্তা টোল প্লাজায় গাড়িটি আটক করে তল্লাশি করে গাড়িতে ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল পাওয়া যায়।
এর মধ্যে উন্নতমানের শাড়ি-১৪৬৬ পিস যার মূল্য ২,১৯,৯০,০০০, প্যান্ট পিস-১০০০টি যার মূল্য ১৫,০০,০০০, পাঞ্জাবি-১৪৭৯টি যার মূল্য ৪৪,৩৭,০০০ এবং কার্গো কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-২২৬৬ যার মূল্য ৪০,০০,০০০ টাকা। যার সর্বমোট মূল্য তিন কোটি ঊনিশ লাখ সাতাশ হাজার টাকা।
আটক মালামালে অমোচনীয় কালিতে সিল মেরে কাস্টমস অফিসে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post