ওমানে ইদানীং সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের প্রবণতা বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে বলে জানাগেছে গোপন সূত্রে। আজ দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে, সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে ১২ জনকে জেল জরিমানা করা হয়েছে, যাদের মধ্যে ৯ জনই বাংলাদেশী প্রবাসী।
এদের মধ্যে রয়েছে, রঞ্জিত কুমার, রতন চন্দ্রা, জুতান চন্দ্রা, সেলিম উদ্দিন, মোঃ জামান, মোঃ ইসলাম, মোঃ ইলিয়াস, হেলাল ও মোঃ রমজান। আটককৃতরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন লঙ্ঘন, লকডাউন আইন অমান্য করা এবং স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই জনসমাগম করেছিলো বলে জানিয়েছে ওমানের পাবলিক প্রসিকিউশন।
আটককৃত ৯ বাংলাদেশীর মধ্যে দুইজনের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানোর রায় দেওয়া হয় এবং সেইসাথে সবাইকে ১ হাজার ওমানি রিয়াল করে জরিমানা করা হয়। যা বাংলাদেশী মুদ্রায় দুই লাখ বেশি সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post